অগোছালো আমি, একটু কাল্পনিক আর অনেকটা ক্ষুধার্থ ভালোবাসার।
জানি এটা কোনো পরিচয় হোলো নাকি.!!
তবে এটাই আমি।।

ভালোবাসা টাকে আমি, একটা লাল গোলাপ আর কিছু "আমি তোমাকে ভালোবাসি"
বলাতে ঠিক খুঁজে পাইনা।।
হ্যাঁ, এটাই আমি।।

তুমি হয়তো খুঁজছো, একটু উষ্ণ আদর আর ভ্যালভেলিয়ে,
তোমার যৌবনের আগুনে সেঁকতে থাকা:
দুটি পিপাসু চোখ।।

তুমি হয়তো স্টেশনের এক কোনে পড়ে থাকা ধুলো মাখা বেঞ্চে বসে,
নির্জনে দুটি শক্ত হাতের আদর
খুঁজছো ট্রেনের অপেক্ষায়।।

আমি ওই ট্রেনে তোমার সামনের সিটে বসে, জানলা দিয়ে আসা হালকা বাতাসে উড়তে থাকা তোমার চুল আর চোখের পাতায়;
তোমার ভালোবাসা খুঁজতাম তোমার অজানাতে
ঠিক, এটাই আমি।।

এই স্মার্ট দুনিয়াতে, তুমি গেঁয়ো ভুত ভেবে এড়িয়ে যাবে;
ফিরে তাকাবে না, ঘামে ভেজা মুখটির দিকে
হ্যাঁ, এটাই বাস্তব।।

পাশে বসা অজানা মানুষটার কাছে শুনবে কোনো একদিন,
গেঁয়ো ভুত ছেলেটা, শুধু তোমায় দেখার জন্যে
ওই বিকেল ৪'টার ট্রেনের অপেক্ষায় ব্যাকুল থাকতো।।

তবে শুনতে ঠিক তখনই পাবে, যেদিন সিট খানা ফাঁকা থাকবে:
আমার অপেক্ষায় জানলার হওয়া থমকে যাবে!!
আর আমি ফিরবো না।।

ফিরবে না ভালোবাসার পরিবর্তে শুধুই ভালোবাসা, পেতে চাওয়া দুটো ব্যাকুল চোখ;
সেদিন ট্রেনের সাইরেন-টা ও ফুঁপিয়ে কাঁদবে.!!
হিসেব চাইবে আমার ভালোবাসার।।

যে দিন আমার হৃদয়ের কোন-টা গঙ্গা জল ছিটিয়ে আগুন হয়ে জ্বলবে,
সেদিন ফিরে এসো হাসি মুখে; সুমধুর চন্দন হাতে নিয়ে।
আমি ফিরিয়ে দেবো না।।


হ্যাঁ, এটাই আমি।।