আজ আমার অন্তিম ক্ষনে,
থেকো তুমি আমার সনে।
হইয়া আমার অঙ্গ রক্ষিনী,
থেকো তুমি ওগো সজনী।
বান্ধব লাগে দুনিয়া আমার,
তবুয়ো কাঁটা বিঁধছে রোমায়।
তুমি ছাড়া বাঁধন হারা,
আমি তোমাতে সর্ব হরা।
কতো সাধ ফুল হবার,
বৃন্ত হয়ে থেকে গেলাম।
ছিঁড়ে ফেলা পদ্ম কুঁড়ির,
ভবিষ্যত হয়ে থেকে গেলাম।
ধুলো মাখা গ্রাম্য পথের,
পিপিলীকা হয়ে রয়ে গেলাম।
বর্ষার দিনের হাজার চেষ্টা,
ধুলো দিয়ে ঘর বানাবার;
আমি আবার পদ্ম পাড়ের,
একলা সারস্ থেকে গেলাম।
আমি আবার রঙ্গীন আকাশের,
উড়ন্ত চিল হয়ে গেলাম।
তুমি আমার গ্রীষ্মের দুপুরের,
বৃষ্টি হয়ে ফিরে এসো।
তুমি আবার আমার জীবনের,
গোলাপ হয়ে ফুটে ওঠো।


              *************
            ***০৭/০২/২০১৬***  
           *****সুব্রত পাল*****