ভালোবেসে তারে আমি করি আহ্বান,
  টাকা কড়ি ছাড়া যেন, টেকে না সম্মান।
    সাদা ঘড়া নীল উট করে গঙ্গা স্নান।
      টাকা হোলো আজকাল অমৃত সমান।
      বাহা লকে কাটে কুটো, টাকা ছারা ভাত।
     অমৃতের স্বাদ যেন, জোটে না কপালে।
   সুখ ছাড়া ধন ছায়, ধন ছাড়া নয় সুখ।
সুখের পায়রার আজ পেয়েছে খুব ভুখ।

          রাঙ্গা মাটি পথ ঘাট টাকাতে আজ মোড়া।

              শান্ত পথে পয়সা থাকে না,
              তাই বিড়ে না , বেড়াল ছানা।

  কোমরে বেঁধে গামছা, কৃষক দেয় মাঠে-তে পাড়ি।
    টাকা কোড়ায় মাঠের মধ্যে অশ্রুর জল ভারী।
  বেদনা আজ রোইলো না, বাকি টাকার জন্য আজ।
   আজ আমার পর হওয়াটা, টাকার-ই যে সাজ।

   মুগ্ধতা আজ ভেঙ্গে চুরমার, সব কথার শেষে।
        প্রেমের নুপুর ছিঁড়ে গেলো আজ।
   ঘুঙ্গুর গেলো ছড়িয়ে, শুকনো ঘাসের দেশে।
    ছোট্ট দোয়েল হয়ে হৃদয় উড়ছে বনে বনে।

    মরুভূমির  বালি দেখে কাঁপছে পা-আনমনে।
      সবুজ ধরার বুকে আজ সব কিছুই টাকা!
     টাকা ছাড়া আছে শূধু আমার প্রানের জরা।

টাকা হয়েছে আপন আজ, এতোদিন ছিল সে পর।
    তুমি তখন আপন ছিলে, আজ হয়েছো পর।
          ভুলিয়া ভুলিতে পারি না আমি,
                 নাটক চোখে মুখে।
                 একটু হলেও রয়ে।
             আমি, যাত্রার সুর মেখে।।
                      
                                                     ***সুব্রত পাল***
                                                   ***২৬মার্চ,২০১৬***
                                              ******সন্ধ্যে ৭ঃ৩০******