কলেজের দিন গুলো মনে আছে তোমাদের!
মনে আছে তেজ,বুক ভরা বল।
কিছু করে খেতে হবে এই তার পন,
রাত কাটে ফেসবুকে, দিন কাটে ঘুমে।
দুপুরেতে সময় কাটে খাওয়া আর স্নানে
বিকেলে-তে শুট, বুট আঁটিয়ে টাই,
সবাই কে পাড়ার ক্লাবে যাওয়া-ই চাই।
রাস্তায় যতো নারী যায় এদিক ওদিক,
বন্ধুরা টোন করে। আমি, কভু নাহি করি।
বৃদ্ধ দাদু দেখলে আমি সাহায্যে ঝাঁপিয়ে পড়ি,
দাদু করে ধুতি ঠিক, আমি কাছা খুলি।
বন্ধুরা টোন কাটলে হাঁসিতে ফেটে পড়ি।
দুর্দান্ত আমার জীবন। কভু নাহি ডরি,
সিগরেটের চুমুকে সুপ্রভাত বলি।
বিড়িটা মন্দ নয় পয়সা না থাকলে,
মেয়েদের পেছনে ঘুরি স্কুটারে তেল থাকলে,
ইংরাজীর 'A' জানি না। বলি 'I Love You'
মস্ত আমি ইংরাজী জানি। বলি 'Miss You'
হাতেতে বাঁধিয়া ডুরি যাই পরীক্ষার হলে,
ভগবান-কে করিয়া প্রনাম লিখি উত্তর দলে দলে।
পরীক্ষার ফলাফলের করি না পরোয়া।
পরীক্ষার শেষে খেতে হবে মালপোয়া।
বাবা, মা পয়সা দেয় কোচিং এর জন্যে,
ছেলে ঐ পয়সা জমায় মদের দোকানে।
কেলেজের প্রফেসর কাঁদে ফাঁকা ক্লাসে,
আমরা বসে বিড়ি টানি কলেজের গেটে।
সময় কখন কেটে যায় পাশের বাস স্ট্যান্ডে,
ক্লাসের জন্যে ফিরলে,ফাইন্যেল বেল বাজে।
মেয়েরা পালাবে এবার বাড়ির দিকে,
আমাদের যেতে হবে তাদের পৌছোতে ব্যাক শীটে্ বসিয়ে।
পার্কেতে যাবো দুজনে ফুচকা খেতে,
হাত ধরে অল্প সময় কাটাবো দুজন সাথে।
সন্ধ্যা বেলা বাড়ি ফিরে পার্টির জন্যে বেরোবো,
কে কটা নম্বর পেলো ভাগা ভাগি কোরবো।
এই ভাবে একদিন ফুরোবে কলেজের দিন,
আমাদের জীবন কর্দমাক্ত গলিতে থাকবে পড়ে।
কদাল কাঁধে বিষ্ণ মনে।