বাঁকা পথ, বাঁকা জীবন
গোধুলীর মতো ধুলিময়,
মনে জাগে ঝুলে পড়ি
দূর্বা ঘাসের ফাঁদ বানিয়ে।
দিনের গভীরে নামে নিঝুমতা
বুক কাঁপে বেরোতে, খোলোশ ছেড়ে
চোখ খানি লাল হয়, সকালের কাগজে
পাতার পর পাতা শুধু প্রেমের রক্তে মাখা।
প্রেমের দায়ে, বোন-কে আজ গলা কেটে খুন।
প্রেমেতে মত বিরোধের জেরে প্রেমিকাকে অ্যাসিড নিক্ষেপ।
ত্রিকোন প্রেমের কারনে, এক প্রেমিকের মৃত্যু।
প্রমে বাধা দেওয়াতে, বাবা মা-কে গুলি করে হত্যা।
প্রেম এতো বধির নয়,
কপটতা-কে সঙ্গে লয়
সুন্দরতার এমনি সুর
বাবা, মা-কে তাইতো খুন।
প্রেম মানেতো নয়কো খেলা,
নয়তো হাতের পুতুল
প্রেম মানে নয়,হিমেল হাওয়ায় গা-ভেজানো
এতো ভবিষ্যতের ঘেরাটোপ।