চিতার মধ্যে আমি থাকবো যখন শুয়ে
সেখান থেকে দেখবো তোমায় এক পলক চেয়ে।
অশ্রুতে ভরা নয়ন দুটি, তোমার লাগবে দেখতে বিশ্রী।
তবুও তোমায় দেখবো চেয়ে,আমার নয়ন দিয়ে।
অশ্রুধারা পড়বে গড়িয়ে তোমার হৃদয়ে,
যাবে ধরার বক্ষ ভেদে।
রক্তে তখন বইবে হিমেল হাওয়া,
তখন আমায় ভষ্ম করবে তোমার দুটি নয়ন!
রক্ত চক্ষুতে যখন,ডাকবে তুমি আমায়
শান্ত রবে থাকবো, তোমার পাশে তখন।
কোলের ওপর মাথা তুলে, চুল নাড়বে তুমি যখন
আজন্ম নিদ্রায় থাকবো আমি তখন।
তবুও চাইবো বন্ধ চোখে, দেখতে তোমার বরন।
-- : --