শান্ত বাতাস বইছে বেগে।।
সমুদ্র আজ উত্তাল সুরে।।
ভাগীয়ে দিয়েছে জলযানদের তীরে।।
সমুদ্রের সেই উত্তাল ঢেউ!!
কাঁদছে যেন করুন শব্দে,
সমুদ্রের ঐ শব্দের আড়ালে।।
শঙ্খ বাজিয়ে বেদনার কাঁসর।।
সমুদ্রের ভেতর বাজছে ঝাঁঝর।।
কাঁসর ঘন্টা আমার প্রানে!!
বেদনার ভিতর শুকিয়ে নদী।।
বইছে এখন ঝরনার রবে।।
কারো কী হে ঋতু??
আমার আজ বসন্ত ঋতু।।
ফুটিছে ফুল কাননে কাননে,
শুনছি পাখির কোমল গান।।
ভরিছে প্রান তোমার ছোঁয়ায়।।
উত্তাল সমুদ্র স্তবদ্ধ হয়।।
তোমার আলতো ছোঁয়ার শিহরন।।
আনন্দেতে আজ ভরিয়ে যায়।।
ফুটবেনা যেদিন কাননে ফুল।।
পোড়বো ঝরে সেদিন আমি।।
তুমি যদি হাতটি ধরে!!
তুলে ধরো তোমার হৃদয়ে,
বাঁচবো হয়তো তবে আমি।।
তোমার দেওয়া অমৃতের স্পর্শে।।