স্বপ্নচারিতা❤️‍🩹
তোমাকে হারানোর ভয় !
সেটা আমি করি না ।
তোমাকে রাখছি এই হৃদয় মাঝে ।

তুমি আমাকে ছেড়ে চলে যাবে!
সে ভয় আমি করি না ।
তুমি মিশে আছো আমার রক্তে ।

আমি তোমাকে ভুলে যাব !
সে ভয় আমি করি না ।
আমি তোমাকে সরণ করি প্রত্যেক নিঃশ্বাসে ।

তুমি তো এমনই একজন
যাকে ভুলতে গিয়েও ভুলতে পারি না ।
তুমার সঙ্গ আমায় দেই সর্গ সুখ ,
তুমার বিচ্ছেদ  দেয় আমায় নরক যন্ত্রনা ।