পুনর্জন্ম!
সেটা আমি চাই না ।
জানি আমি পুনর্জন্মের ও,
তোমাকে আমি পাবো না।
এ জনমে তোমাকে আমি পাই নাই,
আমি সে যন্ত্রণায় দগ্ধ।
প্রতি জন্মে তোমাকে হারানোর যন্ত্রণায় ,
আমি দগ্ধ হতে চাই না ।
তুমি যদি অনুভব করতে পারতা ,
তোমাকে হারানোর স্বাদ কেমন?
তাহলে তুমি অনুভব করতে
নরকের চেয়ে কঠিন যন্ত্রণা