আমি বুক ভাসায় চোখের জলে
তোমার পথের দিকে তাকিয়ে
তুমি আসবে না তা আমি জানি ।
তুমি গেলে বধূ সেজে
আমার কাঁধে পালকি তে চড়ে
তোমাকে দেখার সাধ জাগে
কেমন আছো নতুন দেশে ।
কিন্তু সাধ্য কই?

তুমি আসো রোজ আমার স্বপ্নে
সকল বাধা ভেঙে দিয়ে
তোমায় ছুঁতে সাধ জাগে
কিন্তু সাধ্য কই?

আমি বেলা ভাসায় চোখের জলে
তোমাকে রেখে বধূ বেশে
তুমি ভালো থেকো নতুন দেশে।