তুমি তো সে মায়াবতী
যার চুলে তে দেউ খেলে শত শ্রাবণের মেঘ।
তুমি তো সে মায়াবতী
যার শরীরে গন্ধে যে বয়ে যায় শত ফুলের সুবাস ।
তুমি তো সে মায়াবতী
যার রূপের কাছে আফ্রোদিতি ও হার মেনে যায়।

তুমি তো আমার সে আক্ষেপ
যার জন্য আমি আজও নির্ঘুম রাত কাঁটায়।
তুমি তো আমার সে অপূর্ণতা
যার শূন্যতা অনুভব করি আমি প্রত্যেক সেকেন্ডে।