নীল আকাশের সপ্নচারিনী তুমি ।
তুমি শুধু সপ্ন দেখাতে জানো ।
কিন্তু বাস্তবে তুমি বহুদূর ।
তুমার কাছে যাওয়ার পথ
খুঁজা র সাধ্য আমার নাই ।
তুমি আকাশের উড়ন্ত পাখি
তুমি উড়ে বেরাও দিবারাত্রি ।
তোমায় শুয়ার সপ্ন আজ নাহি দেখি ।
আমি বেস ভাল আছি
তুমার সপ্ন গুলু নিয়ে