তুমি আছো আমার বুকে
এই  লাল গহ্বরে |
তুমি মিশে আছো আমার রক্তে ,
যার চলাচল আমার প্রত্যেক অঙ্গে ।
আমি তোমাকে উপলব্ধি করি ,
প্রত্যেক শিরায় উপশিরায় ।
তুমি তো এমনই এক জন
যাকে ছাড়া বেঁচে থাকা অসম্ভব।