দানবের হাতে আমি রাখী পড়েছি,
অনেক সূর্যাস্ত আমায় গিলেছে।
বার বার সূর্যকে ঢিল মেরেছি,
সে আমায় আলো দেয়নি।
বিবেকহীন পথের ধারে,
হাসতে চেয়েছি কেবল।
এ হাসি সীমানা দিয়ে ঘেরা,
শুরুতেই তা ফুরিয়ে গেল।
দিন ফুরোয়নি, সে নিত্য আসে-যায়,
আমি চির উদ্বাস্তু।
খ্যাতি আমায় ক্ষতি করেনি,
তবু আমি অভিশপ্ত।
আজও বেঁচে আছি আমি,
প্রতিটি কোষে আজও রক্ত সতেজ।
একটি গাছ আমি পুঁতেছিলাম-
সে-ই আমার শেষ অবলম্বন হোক।
আর আমার কিছু নেই,
আমি আর কিছু চাইও না।
লেখার তারিখ- ১৬/১২/২০১৫
মালদা, পশ্চিমবঙ্গ