পাগলি তোকে নিয়ে আজ কবিতা লিখবো,
বৃষ্টি হয়ে তুই ঝরে পড়বি পাতায় পাতায়।
প্রতি চরনে থাকবি তুই মেঘবালিকা হয়ে,
আর কি চাই তোর,সবই তো দিলাম তোকে,
এবার আয় দেখি তুই,আমার কবিতা হয়ে।

পাগলি,অনেক তো রাত হল,
তুই বাড়ি যাসনি?
আচ্ছা তোর বয়স কত হল-
এখনো বিয়ে করিসনি?
আচ্ছা আয়,
আমি তোর বিয়ে দিব আমার কবিতায়।

তোর ভয় হয় না একা রাতে,
গলিগুলো দিয়ে ঘরে ফিরতে?
আমায় ঠিকানা দে,
পৌঁছে দিই তোকে তোর বাসাতে-
আমার কবিতা দিয়ে।

আচ্ছা,তোর হাতে চুড়ি নেই কেন?
কেন উড়ে গেছে বুক থেকে ওড়নাটা?
কেন পাগলি তুই ভুলতে পারিস নি আজও-
পেপারে দেওয়া তোর নগ্ন ছবির কথাটা?

আয়, তোকে ভাত দিব,কাপড় দিব,
দিব তোকে অপূর্ব অলংকার,
গান গাবি তুই মন মাতানো ভাষায়।
তুই নেচে বেড়াবি,খেলে বেড়াবি,
সারা আকাশ জুড়ে উড়ে বেড়াবি,
আমার কবিতার পাতায় পাতায়।

শুধু তুই প্রতি চরনের শেষে এসে,
হাসিমুখে একটু ফিরে তাকাস,
একটু পায়ের আওয়াজ দিয়ে,
একটু নূপুর বাজাস।

২৯/০৫/২০১৬