মাঝে মাঝেই আমি কেমন হয়ে যাই,
অপরকে পথ দেখাতে গিয়ে-
নিজেই অন্ধকারে হারিয়ে যাই।

স্মৃতি এতোদিন কাঁদিয়েছে আমায়,
                চাতকের মতো।
আজ কর্তব্যবোধ ছেড়ে চলে গেছে,
                কোকিলের মতো।
আমি পড়ে আছি যন্ত্রনার বিছানায়,
    কেউ পাশে নাই, বসে নাই।

পথের ধারে ভিখিরিকে দেখে,
        রুমাল দিয়েছি মুখে;
শুকনো মুখে তার কষ্টভরা হাসি,
         আঘাত করেছে বুকে।

            যত সূর্যাস্ত যাচ্ছে-
আমি একটু একটু করে তলিয়ে যাচ্ছি।
          কেউ হাত বাড়ায় না,
         তোলার চেষ্টা করে না।
    আমি চোখ বুজে নামছি,
             আরও নীচে,
         অনেক, অনেক নীচে।

যতগুলো অমাবস্যা দেখেছি,
তার চেয়েও ঘন এ অন্ধকার,
আমি দিনরাত চোখ বুজে গিলছি,
বিষ আমার কন্ঠে ভরে গেছে।
আর কিছু সময় পর জানি,
ঐ যে কালো জল দেখা যায়,
একটু একটু করে ধরা দিব তার সীমানায়,
আমি ডুব দিব তার অতল গভীরে।
           একটু সময় পরে--
    অনেক, অনেক গভীরে।

২১/০৫/২০১৬