মনমাঝি, তুই রূপসাগরে ডুব দিতে চাস?
অচিন পাখির খোঁজে তুই কোথায় যাস?
কোথায় লালনের ঘর জানা আছে?
তোর ঘর ঐ সংসারে বাঁধা আছে।

নোঙর তুই খুলবি না?
জটা তুই বাঁধবি না?
তবে কেমন করে সখী তুই,
ছিঁড়বি মায়াজাল রে?
কেমন করে হৃদসাগরে,
তুলবি তুই পাল রে?

এই ভুবন জুড়ে সাধের আকাশ
        নীচে ঘাসের বালিশ,
ছড়িয়ে আছে অরূপ রতন
        দেখার মতো জিনিস।

আপন মাঝে তলিয়ে গিয়ে
দেখ দেখি তুই চেয়ে,
রূপের মাঝে অরূপ সাজে
কে আছে তোর পথ চেয়ে?

মনমাঝি তুই পাল খুলে দে
         ভাসা জীবন তরী,
আপন মনে গান গেয়ে চল,
        টান রে খুশির দড়ি।

১৯/০৫/২০১৬