ঘরের চালগুলো হাওয়া,মস্ত আকাশ এখন চাল,
দরজার তালায় হলদে মরচে,
উঠোনে আগাছা আর দেওয়ালে মাকড়সার জাল।
রাস্তাটাও বাড়ির সামনে এসে বাঁক নিয়েছে।
চাঁদ আর তারার উপকারে ঘরে দীপাবলী উৎসব প্রতিরাতে।
উঠোনে নুপুরের ঝংকার এখন শোনা যায় না,
তুলসীতলায় প্রদীপ জ্বলে না।
কুড়িটি বসন্ত আমায় নির্মম অপেক্ষা করালো!
মেঘলা ঘর,ঘরে ঝুলন্ত দড়ি পথ চেয়ে আছে এখন,
কয়েদির পোষাক আমায় অনাথ করলো।
03/05/2016