চাইনি তেমন অধিক কিছুই
চেয়েছি শুধুই বাঁচতে
অমানবিক আচরণে
দিলে না তোমরা থাকতে।
প্রকৃতিকে গ্রাস করছো
কেড়ে নিয়েছো বাসস্থান
মারলে তোমরা আমাকে
কেড়ে নিলে সন্তান।
ভেবেছিলাম কদিন বাদেই
দেখবো ওর ছোট্ট মুখ
কিন্তু তোমরা ঢাললে বিষ
অন্ধকারে আমার সুখ।
আর্তনাদ আর বিষম জ্বালায়
করেছি খুব চেষ্টা
সন্তান আমার মরল পেটেই
হয়নি শেষ রক্ষা।
তোমরা নাকি শ্রেষ্ঠ জীব কত কিছুই করেছো জয়
তবু কেন বারবার তোমরা এত নির্দয়!
আমরা যদি হই শেষ তোমাদেরও হবে ইতি
অসহায় হবে সেদিন, দেখে নিও পরিণতি...