04.05.2024
জানালা খোলাই ছিলো , মাস দু-এক হলো পার ,
এখনো তো আছে
কপাটের কাছে
ক্ষয়ে ক্ষয়ে যাওয়া সরু কাঁটাতার ।
ভেতরে একরাশ শূন্যতা , আলো ভেজা ভেজা ,
শুনেছি আসতে চায় , থাকতে চায় ,
কে ?
- " লক্ষ্মীপেঁচা " ।
জানালার কাঁটাতার , বাধা দেয় বারবার ,
মাঝপথে প্রহরী
দেখে যায় নিরুপায় , চেয়ে থাকে অপেক্ষায় ,
তবু কেনো প্রহরীকে ডাকেনা সে একবার ?
{ Dedicated }