26.02.2024

শক্ত কোনো পাথরের গায়ে                            
চাইলেই কি লিখে ফেলা যায় ?
দাড়িয়ে যাও , হারিয়ে যাবে ,
মুছে যাবে ।

তুমি যে বসন্তের আকাশে
মিলিয়ে যাওয়া
সাদামাটা এক বর্ণহীন রং ।
হতে পারে শক্ত পাথর

               রক্তের অপেক্ষায় ।

       { Dedicated }