06.10.2024

ওপারে যাবার খেলা চলছে
বন্দরে ঝাঁকে ঝাঁকে লক্ষের ভিড় ।
কেউ নৌকা চায়
তো কেউ জাহাজের আশায় ,
কেউ চেনা সাতারুর পিঠে চেপে
কেউ বাপ-ঠাকুরদার সম্পত্তি মেপে ,
কেউ কর্ণধারের পা চেটে
কেউ উড়োজাহাজের টিকিট কেটে ,
নিয়ম ভেঙে পেরিয়ে যাচ্ছে
       পশ্চিমে অলংকৃত সমুদ্রতীর ।

দক্ষরা চিৎকার তোলে ,
নিরপেক্ষ খেলা হলে
                 আমরাও তো পারি ।
সবুজ দ্বীপে সমুদ্রমাঝে
যেন কোনো বিধবা সাজে ,
পুরো খেলাটি পরিচালনা করছে
         - " সাদা শাড়িতে মূর্খ নারী "

              { Dedicated }