25.05.2024

অন্ডালের এই রেললাইনের ধারে
হেঁটে চলেছি যে একলা বারে বারে ।
কেটে গেলো আজ আটটি মাস হলো ,
কত অনুভূতি মারা পড়ে গেলো
        -  শত শত স্মৃতি জন্ম নিলো ।

মনখারাপেরা কড়া নাড়ে দরজার পাশে এসে ,
এসএমএস বলে ,
         " এইতো আমি আসছি মাসের শেষে "
-  ভালো লাগে ।
ভালোই চলছে জানি তবুও মাঝে মাঝে মনে হয় ,
" সুন্দর এই রেলপথ বুঝি আমার জন্য নয় " ।

থেমে গেলে আমি
মনটা আমার শক্ত হয়ে বলে ,
এত কিসের তাড়া ?
সব ভালোতো দেরিতেই আসে
আর কিছুদিন দাঁড়া ।

                এভাবেই তাই আশা নিয়ে বাঁচি
                ভালো কিছু যদি পাই ,
                আসবে একদিন দৃঢ় বিশ্বাস        
                আপাতত
                            - হেঁটে যাই ।