শেষ যেদিন দেখেছিলাম তোমায়,
সময়টা হবে, বিকাল সারে তিনটায়।
দুজনেই তখন নিজ নিজ বাড়ির পথে,
মুখোমুখি হয়েছিলাম প্রকৃতির নিয়মে।

একটুও বদলাও নি মনে হলো,
ঠিক যেনো আগের মতোই আছো।
খোশগল্পচ্ছলে হেটে যাচ্ছিলে,
তিনমূর্তি জাতীয় সড়ক ধরে।

এখনো তোমার চোখের কালো জাদুতে
যেনো আফিমের নেশা লাগে।
বাঁকা চোখের চাহনিতে
এখনো হৃদয়ে ঝড় তোলে।

সময় ঠেলে দিয়েছে দুজনকে দুদিকে,
নাহলে হেলমেটের কালো কাঁচটি যেত সরে।
জানতে বুঝতে পারতে ঠিকই
এ বিশ্বের উপস্থিতি।