তুমি চলে যেতেই পারো,
প্রকৃতির নিয়ম মানতেই হয় ।
কারো জীবনই এর জন্য,
থেমে পিছিয়ে থাকবার নয় ।
কিন্তু কিছু অনুভূতি,
যা কখনোই বলা হয়নি ।
কড়া নাড়িয়ে বলে যায়,
ভিড়েও যখন একা আমি ।
তখন তুমি পড়তে যেতে,
তোমার মা বা বাবার সাথে ।
ছোট্ট একটা হাসি দিয়ে,
আমার শরীর ঘেঁষে যেতে ।
পরেরদিন বাসস্ট্যান্ডের পাশে ,
যথা সময় একই স্থানে ।
শরীরের সেই স্পর্শ পেতে,
অপেক্ষায় থাকতাম দাঁড়িয়ে ।
সত্যি খুব অদ্ভুত প্রেম আমার,
বিচ্ছেদের পর যখন আবার,
ফিরতে চেয়ে করেছো জোর,
তখন বা আজও বন্ধ দ্বার ।
তবুও সেই বন্ধ ঘরে,
তোমার জন্যই অশ্রু ঝরে ।
একটি কেক তোমার অজ্ঞাতে,
নষ্ট হয় আজও সেই দিনে ।
শুধু ভাবি একা বসে,
যেসব জিনিসের অভাবে,
বিচ্ছেদের সূত্রপাত ঘটে,
আজ সব আছে আমার কাছে ।
শুধু যদি একটা বছর,
কষ্ট করতে আমার জন্যে ।
নিশ্চয়ই দেখতাম দুজনে,
অন্যরূপে এই বিশ্বকে ।