বসন্তের — জীবন !
গোলাপের কাঁটা
হৃদয়ে ফোটে।

বকুল তলার বাতাস
হেঁটে বেড়ায় হৃৎপিন্ডে,
সবুজ মাঠে, শিউলি-সন্ধায়
অবশেষে দীর্ঘঃশ্বাস।

নতুন পাতারা চার পাশে
শুন্যতা দেখে দেখে হাসে ;

চোখ দুটো আকাশে ,
হৃদয়  নদীর দিকে !
পা দুটো বেচারারা !
অপেক্ষা করে করে
আনমনে ঘরমুখো।

ডান — বাম
শুন্যতার গান শোনাতে —
শোনাতে পৌঁছে দেয়
বিনিদ্র বিছানায়।

বসন্তের এমনও দিন
তবু নিরাশ নয় ;
পাহাড়ের ঢাল বেয়ে
ঝর্নার জল যেখানে নাচে,
তার দেখা পাবে বলে।
...........................................
১৩/০৭/১৪ইং
কবিতার বার্তাঃ প্রিয়জনের জন্য বর্নিল সময় গুলো বুকে ধরে অপেক্ষা করতে করতে নিরাশা নিয়ে ঘরে ফেরা অতঃপর আর একটি বসন্ত-দিনের জন্য বুক বাঁধে দেখা পাবে বলে।