এক মুঠো আলো ছোঁবো। হাঁটছি। বহুদিন বহুপথ।
ক্লান্তি। দুষ্টু তন্দ্রার মোহন সুর।
মিলে যাওয়া চোখের পাতা। আলো ছুঁই ছুঁই স্বপ্ন।
'স্বপ্ন-দাতার কারসাজি '
আলো সরে যায় আলো সরে যায় আলো সরে যায় বিচূর্ণ স্বপ্ন।
বহুদিন বহুপথ পেছনে অন্ধকার —
এক টোকাই — কাঁধে তার মলিন ঝোলা
ঝোলায় ভরা বিন্দু বিন্দু উত্তাপ।
...................................
০৯/০৭/১৪ইং