'রাত্রির -শব 'টা বড় ভালো !
ঝেড়ে ওঠে, ডোমের ঘাড় —
ধরে বিনেপয়সায় দামি 'মাল '
বিয়ার, শ্যাম্পেন, হুইস্কি, হেইগ
এ সব গেলায় !
চোখে ঝলসায় রঙ্গীন -সোহাগ ;
ভুলে যায় ব্যবচ্ছেদ।
এখন আর নেশা হচ্ছে না
'বাংলা-মদে '
'রাত্রির -শব 'টা নৃত্য করে
ইচ্ছেমতো ডোমহীন 'ডোম-ঘরে '।
..........................................
০৭/৭/১৪ইং
***
ব্যাখ্যাঃ বর্তমান সময়, পৃথীবি যেন এক ডোম-ঘর যেখানে মনুস্য শরীর কিছু পয়সার বিনিময়ে কখনো দুষ্ট স্বার্থে ব্যবচ্ছেদ করা হয়। যেখানে কেউই ডোম নয় কিন্তু কাজ করছে ডোমেদের। রাত্রি ( শান্তির সময়) নামক শব টা ( কাল্পনিক) কিছু শান্তি -সুধা জোর করে পান করিয়ে দেয় বা দেবে যাতে করে ডোম নয় তবু ডোমের কাজ করে যারা তারা প্রেয়সীর (দামী মাল) দিকে মুখ ফেরায়, সস্তায় পাওয়া সুরা থেকে।, 'রাত্রির শব ' (শান্ত-সময়ের লাশ) টা তখন প্রান পেয়ে উল্লাসে নৃত্য করবে সবার ঘরে ঘরে।
কবিতাটি মূলতো সেই সময়টা কামনা করে।
***