বুকের ভেতর আকাশ, সমুদ্র, সবুজ,
আগ্নেয়গিরী, বাঘ।
এই সব অপরাধ ; জেলখানায় বন্দি।
আকাশঃ নীল রং — মধ্যরাতে চাঁদ তারা — চোখ আর মনের সাথে ভালোবাসায় মাখা মাখি !
সমুদ্রঃ উদ্দাম -উচ্ছলতা সাপের ফনায় মাথা তুলে বলে যায় কতোকথা !
সবুজঃ প্রান-বাতাস খেলা করে কিছু ফুল ;
রঙ্গীন প্রজাপতি উড়ে উড়ে বসে !
আগ্নেয়গিরীঃ দুর্বিষহ তাপ আর চাপ —
দারুন যন্ত্রনা — কিছু আগুন বেরিয়ে পড়ে !
বাঘঃ বিকট গর্জন — ভীষন খিদে —
খাবার দে স্বাধীনতা দে !
বুকের ভেতর আকাশ, সমুদ্র, সবুজ,
আগ্নেয়গিরী, বাঘ ।
এই সব অপরাধ ; জেলখানায় বন্দি।
................................।।।।
২৫/০৬/১৪ইং