চন্দ্র    বিন্দু    চাঁদ
     আলো    দেয় !

যৌবনের ভাঁজ খোলে নিশীথে —হাস্নাহেনা
সুগন্ধে সুরম্য অট্রালিকার ফটকে ।
নিঃশব্দ কক্ষ, মিস্টি সুরের অনুরনন
সংস্পর্শের মধুময়তা গাঢ় হয়  ; নিজেকে মেলে ধরে
শরবতের আদরে — নিশীময় দুটি মন।

চন্দ্র     বিন্দু    চাঁদ
    আলো     দেয় ।
...................................................
১৯/০৬/১৪ইং