আবহাওয়ায় নিন্মচাপ ; দমকা হাওয়া,
চিনিগুড়া বৃস্টি, ভেঁজা ভেঁজা নিশ্চুপ বাড়ি,
প্রকৃতির বাগান সেজেছে বেহেস্তি রং
অপূর্ব সবুজে ।
বুকের ভেতর বিদ্যুৎ চম্কায়।
বসে আছি একা, খোলা জানালা, মেঘ দেখি ;
সাদা মেঘ —কালো মেঘ ফাঁকে নীলাকাশ।
বাতাসের ঝাট্কায় চিনিগুড়া বৃস্টিরা
পাশে সরিয়ে রাখা জনালার কাঁচে
ছবি আঁকে, আমাকে ছুঁয়ে যায়।
তুমি হেসে ওঠো মনের ভেতর যেন
বৃস্টি নামে ঝুম ঝুম্ ; আমার একাকিত্ব
বিষন্নতায় খেলা করে। তুমি পাশে—
না থাকা বিদ্যুতের বিষকাঁটা।
............................................
১৮/০৬/১৪ইং