নীল-জল পুকুর টলোমল
ঝরে পড়া পাতার টুসটাস
বুকের ভেতর মৃদু কম্পন
সোনা-মুখ ছায়াটা কেঁপে—
কেঁপে বিভক্ত ।
তার পর পাতা ঝরা বিরতি
সোনামুখের বিচ্ছিন্য টুকরা —
গুলো আবার মিলিত হয় ।
মৃদু হাসি  ; আমি বসন্তে নতুন,
নীল-যৌবনে পা রাখি ।
................................................
১৭/০৬/১৪ইং