ওরাতো সভ্যতার শুরু থেকেই -
কাঁধে তুলে নিয়েছে জোয়াল !
দুহাত ভরে পান করেছে সভ্যতার হলাহল !
ওরা সকাল থেকে দুপুর হয়ে রাত---
এঁকে চলেছে একটু একটু করে;
গুঁড়ো সভ্যতার প্রভাত !
ওরা কখনো স্বপ্ন দেখে না !
ওদের কে নিয়েও কেউ দেখে না !
সমস্ত রস নিংড়ে দেওয়ার পর,
ওরা পথের ধারে পড়ে থাকা;
অবহেলার ফুল !
ভুল করেও কেউ আঁচলে করে নেয়নি তুলে  ;
ওরা জন্মায় , এভাবে যুগ যুগ ধরে জন্মে চলাও ভুল !
ওরা নুড়ি পাথর মাটি ;
ওরা বাবুর বাড়ির ছেলের ফেলে দেওয়া-
ছেঁড়া পুতুল  !
ওরা না-মানুষ !
বেঁহুশ দুনিয়ায় ওরা-
নিজের মতই খুশ !
বুকে যন্ত্রনা গুলো জ্বালিয়ে দিয়েছে ওরা-
সভ্যতার দাবনলে !
উঁচুতে উঠেছে মানি ;
ওরা আজও পদতলে !
ওরা অসভ্য, ওরা ছোটলোক !
ওরা নীচ অন্ধকার বুকে নিয়ে, শুধু দিয়েছে আলোক !
ওর অতীত, ওরা আগামী, ওরা বর্তমান !
ওরা শুধু দিয়েই গেলো
পেলো না মানুষের সম্মান  !!