চল আজ তোর বৃষ্টি ভেজা শরীরে-
এঁকে দিই আদরের আলপোনা ।
বৃষ্টির সাথে ঝরে পড়ি ,
আদর করি তোর বনাঞ্চল ।
তোর উপত্যকায় পাঠিয়ে দিই,
অমরত্বের আহ্বান ।
বিভাজীকায় গড়ে উঠুক ,
স্বপ্নের সন্ধান ।
আজ ঝর্ণা নামুক তোর শরীরে
, প্রতিটি ধাপে আছড়ে পড়ুক -
আদরের আদি ঘ্রাণ ।
শরীরে আসুক মিয়েন্ডারের মোচড়,
বাঁধ ভাঙা সুখের ই বান ।
আজ কোন বালুচর নয় ,
শুধুই স্রোত , নয় অভীমান ।
উত্স্য থেকে মোহনা আজ দাপিয়ে বেড়াবো ,
ছিঁড়ব সকল বন্ধন ।
প্রতি লোমকূপে নামবে শ্রাবণ ,
শিৎকারে আজ আসবে রমণ ,
শোণিত ধারায় সুখের প্লাবন ,
আজ যে মহামিলন ।
তোর শরীরে নামবে দেখিস,
আদরের বরিষণ ।।