চলো অন্ধকার ঘাঁটি ,
আসলে আলো রা ইতিহাস ;
হয়ত কখনই ছিল না !
এবার দেখা যাক , অন্ধকার কতটা ঘন হয় ;
না না ভয় পেয় না !
বরং চলো এই বেশ ;
অন্ধকারেই থাকার অভ্যেস !
অন্তত দেখতে পাবো না ;
কেউ কারোর নিরাবরণ !
যারা চুরি করার করুক ;
না-মানুষ রা তো আর মানুষ হবে না ,
চিন্তা কি অকারণ !
কি আছে ওদের ,
সবই তো গেছে ;
এখন ভিক্ষাই সম্বল !
এসো ছুটি আঁধার মাঝে ;
সামনে উন্নয়ন-খুড়োরকল !
চলো; চোর ভিক্ষা দিক ।
তুমি আমি হাত পাতি ,
অথবা হাতাহাতি ;
নিজেদের মধ্যে অধিক !
ওদের প্রাসাদ বেড়ে উঠুক রোজ !
কি আছে নিয়ে কালো টাকার খোঁজ !
"এই বেশ ভালো আছি" ,
রিংটোনেতেই বাঁচি ;
কি হবে অন্য বোধদয় !
ভারতীয় গনতন্ত্রে সব ই হয় ;
শব ই হয় !
জীবন কোথায় ?
উত্তরের খাতায় -
শুধুই অন্ধকারময় !
যেখানে জয়ললীতা রা-
বারে বারে রানী হয় !
তুমি আমি ঊষর মাটি ; না-মানুষ---
ওরা ধনী হয় !!