মুখ থুবরে পড়ে আছে ,
আগামী ভবিষ্যত্ !
মৃত শরীরে জমা হয় ,
মানবতার ক্ষত !
সমুদ্রের নোনা জল ,
ঢেউ তোলে , ফিরে যায় -
ধুয়ে দিয়ে যায় তার মুখ ।
জেগে ওঠে পৃথিবীর-
ছোঁয়াচে অসুখ !
তারপর একদিন থেমে যায় ,
পৃথিবীর চোখের জল ,
দেখানো দুর্বল !
কুম্ভীরের ন্যায় গিলে খায় ,
আগামী ভবিষ্যত্ !
এ পৃথিবী সবার বাসযোগ্য ভূমি ,
ভূলে যায় মিথ্যার সপথ !
দরজা বন্ধ করে ,বন্ধ ঘরে ,
নেচে চলে রঙিন পৃথিবী !
খোলা আকাশে , সমুদ্রে ভাসে ,
সাদাকালো পৃথিবী !!