তুমি সরকার পন্থী হতে পারো ;
সুবোধ নও !
অবোধ হতে পারো ;
তবে মানুষ-কবি নও !
হয়ত আগে ছিলে;
অথবা কখনই ছিলে না !
তোমার গায়ে শাসকের আঁসটে গন্ধ ;
কি করে দেবে কবিতায় আনন্দ !
তুমি ভালো চাটতে পারো শাসকের পা;
তোমার জীভ আজ খড়খড়ে !
তোমার চোখে শাসকের চামড়া;
কিন্তু শিকড় নড়বড়ে !
গায়ে তুমি মেখেছো রং;
আগেও মেখেছিলে !
এঁটো খেতে উৎসাহি তুমি;
বিদ্বজ্জনের ছলে !
হয়ত কিছু ভূষণ পাবে;
হারাবে মেরুদন্ড!
তুমি আয়নায় দাঁড়াতে পারো না;
মুখোশ পরা ভন্ড !
তোমার খাঁচায় চপ্পলের ছবি;
আগে ছিল পক্ক কেশ !
তুমি কবি হতে পারো না;
শুধু মোসাহেব বেশ !!