একবারই তো দেখেছি ।
তবু মনে হয় ,
কতযুগ থেকে চিনি তোমায় ।
হয়ত সিন্ধু সভ্যতায় !
তুমি ছিলে লোথাল , রূপার বা অন্য কোথায় ।
আমি ছিলাম শিল্পী হয়ে ,
তোমার মনের জানলায় ।
হয়ত কোন আর্য নারী !
দেখেছিলেম তোমায় -
হয়ত সরস্বতীর তীরে -
বা প্রেমের যমুনায় !
হয়ত গুপ্ত ,মোর্য বা অন্য -
কোন প্রাচীন সভ্যতায় ।
হয়ত সুলতানী বাংলায় ,
বা মুঘল রাজপুতনায় ।
রাজপুত রমনী তুমি ;
গেয়েছিলে মীরার ভজন ।
তব প্রেমে ,আমি প্রেমী আমরণ ।
হয়ত পরাধীন ভারতে তুমি ছিলে -
সংগ্রামী যোদ্ধা !
হয়ত বা ভালোবেসেছিলে !
হয়ত বা কাছে এসেছিলে !
কোনক্ষণে ,মনে মনে ;
দিয়েছিনু তোমায় ,আন্তরিক শ্রদ্ধা ।
হয়ত বা কখনই দেখি নি !
শুধু এঁকেছিনু মনে মনে -
ছবি সে কন্যা ।
তোমারই তনুরূপ অনন্যা ।
আজ তাই ,আঁখি মুদে পাই ;
তোমারই সে রূপের বন্যা ।
ওগো অনন্যা ।।