আবারও হয়ে গেল সুচনা দেবীপক্ষের
দেবী তিনি সকলের
শুনেছি থাকেন কৈলাসে
আসেন একবার বছরে
নতুন কথা নয় জানে সকলে
এমন অনেক উৎসব, মেলা হয় এদেশে
ধর্মীয় আবেশে
উৎসব যা আনে আনন্দ
সহস্র বিষাদের মাঝে
কিছু মানুষ এই দিনগুলিরই অপেক্ষায় থাকে
যাদের জীবিকা উৎসব
এতেই তাদের সংসার চলে, চলে বৈভব
যদি না আসে দেবী
না হয় জনসমাবেশ
তাহলে ভাবো দেখি
কিভাবে চলবে তাদের পেট ?
করোনার সাবধান বানী শোনানোর আগে
তাদের কথাও একবার ভাবা উচিত ছিল
তারা কি সকলের মধ্যে নয় ?
ক্ষতিপূরণ তাদেরও প্রাপ্য ছিল
যেমন করে তুমি মানাও উৎসব
তাদের, উৎসব দেয় সব
গেলে সব, কিছু কি বাকি থাকে আর?
কেবল তোমারই সুস্বাস্থ্যের অধিকার ?