স্টিয়ারিংটা যে আর যাচ্ছেনা সামলানো
পরিবর্তনের ধাক্কায় সব টলোমলো ।
সভ্যতা শিক্ষা সংস্কৃতি
কিছুতেই কিছু বাদ রাখেনি।
যারা বলেছিল, এগোবই ঠিক
এগোতেই হবে!
তারা আর কেউ নেই আগে ।
পাঠ্য বইতেও তাদের, মাত্র টিকাভাষ্য থাকে ।
ভুল ভুল বলে ভুলিয়ে ইতিহাস
রূপকথা গিয়েছে হয়ে,
এখন কালো সাহেবদের বাস ।
যারা আর দেখতে চায় না খুঁড়ে,
সমুদ্রগুপ্ত বলেও সত্যি! কোন রাজা ছিল অতীতে ?
মসলিন হত বিনিময় সোনায় মেপে।
ছিল রাজায় রাজায় যুদ্ধ
তবে , প্রজারা থাকত সুখে।
পরিবেশ ছিল স্বাস্থ্যকর
দুশো বছরও বাঁচত লোকে ।
মনে আছে শুধু, ব্রিটিশ এসেছিল দেশে
তার পর থেকে.........
কেবল উন্নতি আর উন্নতি
শুন্যে চাকা তুলে।
বাকিটা জানে তারা
যারা এখনও স্টিয়ারিংএ আছে ।
আমি আছি বসে পিছনের সিটে
অপেক্ষা করে।
নামলে নিচে!
হেটেই যাব এবার, আর উঠবো না.........