যারা উন্নতি উন্নতি বলে করে চিৎকার
খাটিয়ে তাবু চৌরাস্তার মোড়ে, খেলার মাঠে
মাইকে লাউডস্পীকারে
তাদের প্রশ্ন করা বেকার।
চাইলেই উত্তর, দেখিয়ে দেয়
বিশাল সমীক্ষার পাহাড় ।
রাস্তা ঘাট , সেতু আর বড় বড় বাড়িঘর
ঘুন ধরা টেকনোলজি।
কিছুই নয় নিজের , সবই ধারবাকি ।
সহজ প্রশ্নের উত্তর তারা জানেন না দিতে সহজভাবে ।
ঘুরিয়ে ফিরিয়ে মিলিয়ে দিতে হিসেব, জুরী নেই তার ।
উন্নতি হচ্ছে না
একথা তারা মোটেই মানতে চান না।
জানে এই সত্য
হয়ে গেলে প্রকাশিত
বদলে যেতে পারে পুরো কাঠামো ।
তারা দেখায় জি ডি পি র অঙ্ক
শেয়ার বাজার আর বন্যার গল্প ।
সহজ নয়, বোঝা কঠিন বড্ড
তবুও দেশের প্রতিটি মানুষ জানে,
তাদের কৃপায় ।
বলে, বদলে গেলে কাঠামো
তুমিও থাকবেনা আর থাকবো না আমিও
ক্ষমতায় ।
তাইতো এক রাজ্যের মন্ত্রী যায় অন্য রাজ্যে
আর দেশের মন্ত্রী যায় বিদেশে ।
করতে প্রচার নিজের নিজের উন্নতির
আলাদা আলাদা ভাবে ।
বলে, নাম খুজে এমন সব প্রকল্প কর তৈরি
শুনলেই নাম, মনে হবে , হচ্ছে উন্নতি
সাধারন মানুষ উন্নতি চায় ।
কিন্তু জানেনা উন্নতি কাকে বলে ?
সহজ উত্তর, কে না জানে?
সাতচল্লিশে সোনা ছিল অষ্টআশি টাকা
আজ হয়েছে পঞ্চাশ হাজার ।
পার্থক্য যা বোঝা যায় সহজে।
তবুও কেউ বলেনা কিছুই , চুপ করে থাকে
আসলে তারা জানে অবনতি নয়, উন্নতি হয়েছে ।