ওরা চিৎকার করে মাইকে ঘণ্টার পর ঘণ্টা
করে একে অপরের নিন্দা।
হয়ে উত্তেজিত! ভাষণের মাঝে
কি বলে! তারা ?
অমানবিকতার সহস্র উপমা!
কত শত ঘটনা বঞ্চনার
সন্তানহারা মায়ের কান্না!
ধর্ষিতার কাতর প্রার্থনা!
এর কোনটাই নয় সাজানো, সবটাই সত্যি কথা!
পায়নি যারা ন্যায্য বিচার কোনদিন, পাবেও না!
শুধু হবে ব্যবহার, মুখেমুখে!
সাক্ষী হয়ে মানবিক অবনমনের
সামনে রেখে সমাজের
উলঙ্গ বনমানুষের আয়না
জানি আমরা, এ ছবি আমাদের নয়
কারন আমরা পোশাক পরি প্রত্যেকেই
উলঙ্গ হওয়া নাকি! আমাদের সাজে না!
আমরা উন্নত সভ্যতার মানুষ ?
তাই আমরা দেখেও দেখি না!
দেখিনা আয়নায় নিজেদের রূপ!