মানে নেই কোন তবু
মানে খুঁজে হয়রান
যাতে আছে মানে কিছু
তার সাথে বেমানান
এক মাঘে যায়না শীত
আসে ফিরে বারবার
তবু  আসলেই শীত
ভয় পাওয়া দরকার
যেই শীত লাগে ভালো
সেই শীত খোঁজে না
গরমে তে হাঁসফাঁস
উষ্ণতা বোঝে না l