না জানি কতো জন্মের পথ হেটে
পথিক সেজে আবারও এসেছি তোমার খেয়া ঘাটে
করতে জীবননদীর বিষ পান
অমৃতের পাত্রে ভরে।
শুনে তোমার মনভোলাণী গান
আমি হাসতে হাসতে ফেলেছি কেঁদে! বহুবার
তবুও! শিক্ষা হয়নি আমার ।
তোমায় দেখার ইচ্ছেটাকে
কিছুতেই রাখতে পারিনি চেপে
একে যদি বল ভালোবাসার টান অথবা মায়া
তাতে আমার কিছু যায় আসে না
কারন আমি এখনও তোমার ইচ্ছের গোলাম
যেদিন হবো স্বাধীন
সেদিন! আমিও এই খেয়াঘাটের মাঝি হবো
আর তুমি হবে আমার যাত্রী পথিকবর।