আজও যখন আকাশের পানে চাই
বাতাসের গানে
তাদের কথা যেন স্পষ্ট শুনতে পাই
একদিন ছিল যারা আমাদেরই মাঝে
আমাদেরই কাছে
চলে গ্যাছে দূরে, বহুদুরে
মহাকাশের কোন এক ঘন অন্ধকারে
রয়েছে কি তারা হয়ে ?
আছে কি করে অপেক্ষা
আমাদেরই মুখ চেয়ে ?
কামনা করে এমন এক পৃথিবীর
যেখানে জীবন হবে স্বাভাবিক ,
সরল , শান্ত
বসন্তের সকালের মত
যখন বাতাসে ভাসে সৃজনের গীত
আবারও জন্ম নেবে বলে
করিতে উন্নত সভ্যতার বীজ ।
তাই বুঝি আজও ফুল ফোটে , পাখী ডাকে
রামধনু সাতরঙা ছবি আঁকে আকাশে
দুধে ভরে ওঠে সবুজ ধানের শিষ ।