ভালবাসলে তাকে!
কি পাবে ?
ভেবে ভেবেই, মন কুল পায় না
বুক ভরা আকাশ
অথবা শূন্যতা একরাশ
নিজেকে হারানোর বিস্তর অবকাশ
এসব ছেড়ে, সে চায় জড় হাড় মাস
জাগতিক সুখ আর জীবন মস্ত।
বোকার হদ্দ!
কেঁদে কুটে তো হারাতেই হয় শেষে
আগে হারালেই বা ক্ষতি কিসে ?
বুঝতেই চায় না।