মাঝে মাঝে এমন এক একটা ঘটনা ঘটে
যখন সকলেই, চোখ কপালে তুলে চমকে ওঠে!
এতো সম্পত্তি, এতো টাকা ?
যদিও মানায় না।
কারন! যতোই হোক "উপরের আনাগোনা
নিচের খবরটাও ইদানীং রাখে অনেকেই ।
বাসে, ট্রেনে, চায়ের দোকানেই
হয় উন্মুক্ত আলোচনা
কেবল প্রশাসন জানে না!
নাকি! কানে তুলো দিয়ে থাকে?
তবে একথাও সত্যি যে
একদিনে হয়নি জমা
একটু একটু করে বাড়িয়েছে সীমা
সুবিধার খোঁজে যারা বাঁকা পথটি ধরে
তারাই কি জুগিয়েছে ধন কালো থলি ভরে?
আর যারা দেখিয়েছে লোভ
তারাও জানে প্রত্যেকেই
খাল কেটে কুমির এনেছে কারা!
আর কারা পুষছে এখনও
বাগানে , পুকুরে, নদীতে, খাল পারে ।
রোদ পোহায় কারা এখনও দিনের অন্ধকারে ?
ফ্ল্যাশ লাইটের জোরালো আলো পড়ে
ঝলমল করে ওঠে কাদের কালো আঁশ?
তবুও মানুষ চমকায় না
পড়েনা কপালে চিন্তার ভাঁজ
কুমির পোষা কি মুখের কথা?
যদিও কুমির কিন্তু এখনও রোজ
কাঁচা মাংসেই দেয় ভোজ
নিরামিষ আহার পছন্দ করে না ।