এক টুকরো খালি জমি পেলে
কিছু গাছ লাগাতাম
তাদের জন্যে , যারা গাছ ভালোবাসে
বলে কথা , মান করে, অভিমান করে
মানুষের থেকেও ভালো বন্ধু মনে করে ।
ভালোবাসা নয় দেখানো এমন
যারা কেটে গাছ করে বসবাস
ফুলগাছ লাগায় কার্নিশে
তারা ফুল ভালোবাসে,
গাছ নয় ।
যারা করে ফলের আশা
জল দেয় গাছে
না পেলে ফল হা হুতাশে
তাদের জন্যও নয় ।
একমুঠো ভালোবাসা পেলে
নিল আকাশের তলে
ধরতে পারে মেলে
যারা জীবনের শাখা প্রশাখা জীবনের কাছে
পেলে জীবন করে নেয় আপন
প্রেম অগাধ অবলীলায় দান করে ।
সেই জীবনকে জেনে ভালোবাসে যেজন
প্রানের কারনে যে প্রান কাঁদে
তাদের জন্যে
লাগাতে পারি আমি গাছ একশ ডজন
এক টুকরো খালি জমি পেলে ।