বড় অবাক হয়ে যাই
যখন দেখতে পাই
কিছু স্বল্পসংখ্যক মানুষ
ঠাণ্ডাঘরের ভিতরে বসে
ছবি আঁকে সম্পূর্ণ সভ্যতার ।
বলে, যন্ত্রই জীবন
এটাই  উন্নয়ন ।
এতেই প্রগতি বাঁধা ।
আর আমাদের মত কিছু মানুষ
হা করে  থাকে
টিভিটার দিকে
মাথা পেতে নেয় দায় তার ।



বড় অবাক হয়ে যাই
যখন দেখতে পাই
কিছু স্বল্পসংখ্যক মানুষ
বসে আরাম কেদারায়
তাদের তৈরি সেই সভ্যতার গুনগান গায়
বলে,  হলে স্বার্থপর।  নেই কোন ভয়
এখন সবাই এটাই চায় ।
আর আমাদের মত কিছু মানুষ
হা করে  থাকে
টিভিটার দিকে
হাসে , আনন্দে হাততালি দেয় ।



বড় অবাক হয়ে যাই
যখন দেখতে পাই
কিছু স্বল্পসংখ্যক মানুষ
শিখরে বসে থেকে,  ভয় দেখায়
চোখ রাঙিয়ে  কেড়ে নিতে চায় ।
জাগতিক আছে যা কিছু, যাবতীয়
সবকিছুই , সবই দখলে রাখতে চায়।
আর আমাদের মত কিছু মানুষ
যারা সবকিছুই দেখতে পায়।
তবুও কিছুই  বলে না।
তারা কেবল সবকিছু সয়েও  বেঁচে থাকতে চায় ।
সুখে থাকতে চায় ।



বড় অবাক হয়ে যাই
যখন দেখতে পাই
কিছু স্বল্পসংখ্যক মানুষ
হাহাকার করে ,
ডাস্টবিনে আস্তাকুড়ে
পরে থাকে , চিৎকার করে
আমাদের মত কিছু মানুষ
তাদের দেখেও না দেখার ভান করে
আর কিছু স্বল্পসংখ্যক মানুষ
কৃপা করে , দান  করে ।
দেয়  সভ্যতার পরিচয় ।



বড় অবাক হয়ে যাই
যখন দেখতে পাই
খুব স্বল্পসংখ্যক মানুষ
প্রতিবাদ করে
বলে , এটা নয় আমাদের প্রকৃত পরিচয়
যদি দেরিতেও হয় ,
বোধদয়  
অসুবিধে কিছু নেই তাতে ।
আমরা থাকব প্রকৃতির সাথে ।
প্রকৃতির হয়ে প্রাকৃতিক ।
আমাদের নেই কোন ভয়
কিছু স্বল্পসংখ্যক মানুষ
তাদেরকে চুপ করিয়ে রাখতে চায়
বলে এরা প্রকৃতিবাদী
উন্নতির বাধা
এরাই সমাজের ভয়।
আর বহু সংখ্যক মানুষ
হা করে থাকে
টিভিটার  দিকে
নিজেদের মত  প্রকাশ করে  ।
তাদের ছবিতে ফুলমালা দেয়।