তোমার আমার মতের মিল
নাও হতে পারে
নাও হতে পারে মিল
তোমার আমার আকৃতির
তবে প্রশ্ন হতে পারে এক।
বছর পঁচাত্তর পরেও কেন
পারিনা বুঝতে স্বাধীনতার স্বাদ।
তুমি জান তোমার উন্নতি
কিছু রাস্তা পাকা, শৌচাগার  আর বিদ্যুৎ বাতি
পাকা ঘর আর কিছু ক্ষয়রাতি।  
বদলে তার,  তোমার আমার নাগরিত্বের অধিকার
দেখানো কিছু স্বপ্ন আর সহস্র  অঙ্গীকার
আমলাসোল দেয় উপহার
উৎসবের প্লাটিনাম জয়ন্তী
তোমার আমার স্বাধীনতার।  
অপুষ্টি আর রক্তস্বল্পতায় ভোগা
ঋণে জর্জরিত অর্থনীতি
রাস্ত্রপুঞ্জ করে সমীক্ষা তোমার আমার ক্ষয় ক্ষতি
অনাহারেও মরতে পারে মানুষ এ দেশে
যদিও বা হয় পাঁচলক্ষ ডলারের  জি ডি পি।  
তাই অভাবের মা জড়িয়ে পতাকা শরীরে তার
বিনিময় করে  সন্তানের মাত্র একশত টাকার  
মুখের দুইপাশে একে পতাকা  একঝাক পাখী
করে চলে কোলাহল
দেশ মানেই নাকি সুন্দর এক  ছবি
উজ্জ্বল ঝলমল ?
হলুদ কষ্ট আর নীল অবসাদ
সবকিছু দিয়ে বাদ
কারা শিখিয়েছে  তাদের দেখতে কেবল সংবাদ।  
মাত উৎসবে , এ তোমার আমার  অধিকার
চৌরাস্তার মোড়ে আবক্ষ  সংগ্রামের মুরতি কার ?
যদিও বা হয় উন্নয়নের নামে অবতরন  
তবুও যাবে না করা সে পথ  অনুসরন
করতে পার,  কেবল স্মরন ।
না হলে হতে পার তুমিও আতঙ্কবাদী।
অধিকারের  তরে অস্ত্রধারন, আজও এ দেশে  বারন
অহিংসাতেই হবে পরিবর্তন
মানে জনসাধারণ
সংবিধানেই  আছে নাকি এখনও সম্মতি  ?
  
১০ অক্টোবর, ২০২০, আনন্দবাজার পত্রিকা :১০০ টাকায় ১০ দিনের সন্তান বিক্রির চেষ্টা মায়ের, পুলিশ দেখে পালাল ক্রেতা।